আর্কাইভ থেকে ক্রিকেট

বিবাদে জড়িয়ে পুরো ম্যাচ ফি খোয়ালেন গম্ভীর-কোহলি

গৌতম গম্ভীর-বিরাট কোহলির বৈরিতার শুরুটা হয়েছিল ২০১৩ সালে। গম্ভীর তখন নেতৃত্বে  ছিলেন কলকাতা নাইট রাইডার্সের আর কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। এক দশক পর দুজনেরই জায়গা বদলেছে।

গম্ভীর এখন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পরামর্শক, অধিনায়কত্ব ছেড়ে দেওয়া কোহলি খেলছেন বেঙ্গালুরুর উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। কিন্তু বৈরিতা এখনো রয়েই গেছে। সোমবার দুই দলের ম্যাচ শেষে হতেই দেখা গেছে দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় করতে।

আর মাঠে এমন আচরণে পর এবার দুজনকে শাস্তি পেতে হলো। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দ্বন্দ্বে জড়িয়ে আচরণবিধির দ্বিতীয় স্তরের ২.২১ ধারা লঙ্ঘন করেছেন ভারতীয় এই দুই ক্রিকেটার।

শাস্তি হিসেবে তাঁদের ম্যাচ ফির পুরোটাই কেটে (১০০% জরিমানা) নেওয়া হয়েছে। এ ছাড়া লক্ষ্ণৌয়ের আফগান পেসার নবীন উল হককে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

তবে তাঁরা নিজেদের দোষ স্বীকার করেছেন কি না কিংবা আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েছে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন