আর্কাইভ থেকে ক্রিকেট

প্রথমবারের মতো এশিয়া কাপের টিকিট পেল নেপাল

নেপালের ক্রিকেট ইতিহাসে সব থেকে আনন্দের দিন হয়তো আজই। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের টিকিট কাটলো নেপাল।

আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের গ্রুপে খেলবে সন্দীপ লামিচানেরা।

বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে নেপাল ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জেতে নেপাল। কীর্তিপুরে গতকাল টস জিতে ভেজা আবহাওয়ায় আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।

গতকাল সোমবার বৃষ্টি আসার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান তুলেছিল আরব আমিরাত। আজ মঙ্গলবার ৩৩.১ ওভার খেলে ১১৭ রান তুলেই অলআউট হয়ে তারা।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২২ রানেই ৩ উইকেট হারায় নেপাল। এরপর দলের হাল ধরেন গুলশান ঝা ও ভিম শার্কি।

তাদের অনবদ্য ৯৬ রানের জুটিতে ৭ উইকেটের সহজ নিশ্চিত করে নেপাল। দলের হয়ে ৬ ছক্কা ও ৩ চারে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন গুলশান। আর শার্কির অবদান ৩৬ রান।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন