আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছে যুবদল

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে  চলছে যুবদলের বিক্ষোভ সমাবেশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেন। 

সকাল সাড়ে নয়টা থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকেন। তারা মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে থাকা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরবের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনের মেট্রোরেলের কাজ চলমান থাকায় এমনিতেই সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। এখন যুবদলের সমাবেশকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীরা সংকুচিত সড়কের আরেকটি অংশে অবস্থান নেওয়ায় যান চলাচলে স্বাভাবিক গতি হারিয়েছে। সমাবেশের সামনের সড়কে অনেকটা থেমে যান চলাচল করছে। 

অন্যদিকে যুবদলের চলমান বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে প্রেসক্লাবের সামনে।

সমাবেশে উপস্থিত হয়েছেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ-সভাপতি আব্দুল খালেক, সাইফুল ইসলাম ফিরোজ, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, সদস্য সচিব এনামুল হক এনাম, উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসানসহ আরো অনেকে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন