আর্কাইভ থেকে দুর্ঘটনা

এবার উত্তর সিটির গাড়ির ধাক্কায় সংবাদকর্মীর মৃত্যু

রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুর রেশ না কাটতেই, এবার ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হলো। নিহত তরুণের নাম আহসান কবির খান। তিনি আব্দুল মান্নান খানের ছেলে। তিনি দৈনিক সংবাদে কাজ করতেন।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান জানিয়েছেন, আহসান কবির খান ঝালকাঠির সদর উপজেলার শিরজু গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। বর্তমানে মগবাজার চান ব্যাকারি গলিতে পরিবার নিয়ে থাকতেন। নিহত কবির খান এক ছেলে এক মেয়ের জানক। তার স্ত্রীর নাম নাদিরা পারভিন রেখা।

উল্লেখ্য, বুধবার নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালকের সহকারীকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তারর করেছে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন