আর্কাইভ থেকে জাতীয়

কিরণের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি মেয়র প্যানেল ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের ৪৩ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণকে প্রথম প্যানেল মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। তার নিকটেই দায়িত্ব হস্তান্তর করতে হবে মেয়র জাহাঙ্গীর আলমকে।

এতে আরো বলা হয়, সিটি করপোরেশন আইন, ২০০৯’র ধারা ১২(২) অনুযায়ী এই আদেশ পাওয়ার ৩ (তিন) দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যদের কাছে নিজ দায়িত্ব হস্তান্তর করবেন।

কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ছাড়া আরও দুইজনকে প্যানেল মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন- ৫২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম মোল্লা এবং ১০ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসা. আয়েশা আক্তার।

গেলো শুক্রবার (১৯ নভেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। ওই দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই মেয়র পদ হারাচ্ছেন জাহাঙ্গীর এরকম গুঞ্জণ শোনা যাচ্ছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন