আর্কাইভ থেকে ফুটবল

ক্লাবের অনুমতি ছাড়া সৌদি সফরে কারণে ক্ষমা চাইলেন মেসি (ভিডিও)

ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে ঘুরতে যাওয়ার কারণে শাস্তি পেতে হয়েছে লিওনেল মেসিকে। আর্জেন্টাইন অধিনায়ককে দুই সপ্তাহের জন্য বরখাস্ত করেছে পিএসজি।

এবার সেই ঘটনার জন্য ক্ষমা চাইলেন মেসি। নিজের ইনস্টাগ্রামে এক স্টোরিতে দেখা গেল মেসির সেই চিরচেনা বিনয়ী রূপ। সবকিছুর জন্য নিজের ক্লাব পিএসজি আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন এলেমটেন।

মেসি বলেছেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিওটা তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম, ম্যাচের পরে সব সময়ের মতো দলে ছুটি থাকবে। এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল ,এটা আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এই সফরটা বাতিল করেছি।’

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন