গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ জবি ছাত্রের মৃত্যু
রাজধানীতে ধুপখোলায় পানির লাইন সংস্কার কাজের সময় বিস্ফোরণে দগ্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মারা গেছেন। শনিবার (৬ মে) ভোর সোয়া ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গেলো সোমবার (১ মে) রাজধানীর ধূপখোলা বাজারে রাস্তার পানির লাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন আহত হন। তার মধ্যে শাওনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।
এদিকে শাওনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকসহ তার সহপাঠীরা।