ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
রাজধানী ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন।
শনিবার (৬ মে) ঢাকা রেলওয়ে থানা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার দিবাগত দেড়টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের বিপরীত পাশের রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। সিআইডির ক্রাইম সিনের সদস্যদের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।