আর্কাইভ থেকে জাতীয়

বাসে হাফ ভাড়া: চলছে বৈঠক

শিক্ষার্থীদের বাসে চলাচলে হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। বিষয়টি নিয়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএয়ের প্রধান কার্যালয়ে এই বৈঠক বসে।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) এ বৈঠকের বিষয় জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ ভাড়া কার্যকর হবে।  


মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন