আর্কাইভ থেকে আইন-বিচার

মাল্টা-ডালিমের ভেতরে মিলল সাড়ে ৪ হাজার ইয়াবা!

গাজীপুরে ফলের ভেতর থেকে সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ইয়াবাসহ আটক করা হয় মাদক ব্যবসায়ীদের।

শনিবার (৬ মে) রাতে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার ইব্রাহীম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, কক্সবাজারের কেটনাফ থানার উত্তর লেঙ্গুর বিল এলাকার মাহমুদ সালামের ছেলে মো. ইমরান (২৫) ও একই থানার মিঠাপানির ছড়া এলাকার আবদুল হক সওদাগরের ছেলে মো. হুমায়ূন কবির (১৯)।

ডেপুটি কমিশনার ইব্রাহীম খান জানান, ‘শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফলের কার্টুনে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট গাজীপুর নিয়ে আসা হচ্ছে। পরে সেই সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে তাদের সঙ্গে থাকা কার্টুন তল্লাশি করা হয়। পরে ফলের ভেতরে কৌশলে রাখা সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, আটককৃতরা মাল্টা, আনার ও আপেল কেটে ভেতরে ফাঁকা জায়গা তৈরি করে পলিথিনে ইয়াবা ভরে চালান করে। ইতোমধ্যে এ ঘটনায় গাজীপুরের বাসন থানায় একটি মামলা করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন