হাত মেলালেন কোহলি-সৌরভ
সৌরভের সঙ্গে কোহলির দ্বন্দ্বের সূত্রপাত বছর দেড়েক আগে। কোহলি যখন তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক, সৌরভ তখন বোর্ড প্রেসিডেন্ট। বিরাট তখন তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যান।
দুজনের সম্পর্কের শীতলতার বিষয়টি ভালো ভাবে প্রকাশ পায় আইপিএলের চলতি শুরুর দিকে বেঙ্গালুরু-দিল্লি ম্যাচ শেষে। সেই ম্যাচ শেষে দুই দলের শুভেচ্ছা বিনিময়ে কোহলিকে এড়িয়ে যান সৌরভ।
সেই ঘটনার পর ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করে দেন কোহলি। তা নিয়েও হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই গতকাল আবার আইপিএল মুখোমুখি হয়েছিল দিল্লি-বেঙ্গালুরু।
বেঙ্গালুরুর বিপক্ষে ৯ উইকেটে জয় নিয়ে দিল্লির খেলোয়াড়েরা যখন প্রতিপক্ষের কোচ-খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন সবার চোখ ছিল সেদিকে। সৌরভ-কোহলি এবার কী করেন তাই দেখার বিষয়!
শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের এই দুই মহা তারকা হাত মিলিয়েছেন। এমনকি শুভেচ্ছা বিনিময় করার সময় খানিকক্ষণ কথাও বলতে দেখা গেছে সৌরভ আর কোহলিকে।