আর্কাইভ থেকে ফুটবল

সালাহর মাইলফক ছোঁয়ার দিনে লিভারপুলের টানা ছয় জয়

ছন্দে থাকা মোহামেদ সালাহ দারুণ এক মাইলফলক ছুঁলেন। লিভারপুলের প্রথম ফুটবলার হিসেবে অ‍্যানফিল্ডে টানা নয় ম‍্যাচে গোল করলেন। সেই সঙ্গে লিভারপুল সবশেষ ছয় ম্যাচের ছয়টিতে জয় পেল।

শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ত্রয়োদশ মিনিটে দলকে লিড এনে দেন সালাহ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মিসরীয়র ৩০তম গোল।

সবশেষ ছয় মৌসুমের মধ্যে চারবার তিনি করলেন ৩০ বা তার বেশি গোল। আর লিভারপুর ম্যাচটি জেতে ১-০ গোলে।

অলরেডসদের হয়ে সালার গোলসংখ্যা এখন ১৮৬। এর ১০০টিই তিনি করলেন অ‍্যানফিল্ডে।

লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় ক্লাবটির লিজেন্ড স্টিভেন জেরার্ডের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে এখন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন