নীতিশ রানার স্ত্রীকে হয়রানি, গ্রেপ্তার ২
শ্রেয়াস আইয়ার ইঞ্জুরিতে থাকার কারণে চলতি আইপিএলের মৌসুমে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করছেন নীতিশ রানা। কিন্তু পয়েন্ট তালিকার সুবিধাজনক অবস্থায় নেই কলকাতা। প্লে-অফের জায়গা করে নিতে হলে বাকি চার ম্যাচেই জয়ের বিকল্প নেই দলটির।
এমন পরিস্থিতিতে কেকেআর অধিনায়ক রানার উপর আসলো আরেক চাপ। তার স্ত্রী সাঁচি মারওয়াহাকে রাস্তায় রাতে দুই যুবকের হেনস্তা করেছে।
প্রাথমিকভাবে দিল্লি পুলিশ অভিযোগ আমলে না নিলেও নেটদুনিয়ায় বিষয়টি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’।
‘জিও নিউজ’-এর তথ্য মতে, শনিবার রাত সাড়ে আটটায় দিল্লির কীর্তি নগরে কাজ থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক মোটরসাইকেলে করে সাচির গাড়ি ধাওয়া করে। শুধু তাই নয়, তার গাড়িতে আঘাতও করে। তবে গাড়ির ভিতরে থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাঁচি পরে তার সাথে হওয়া ঘটনাটি নিজের ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেন। সেখানে অভিযোগ করেন, তিনি দিল্লি পুলিশকে বিষয়টি রিপোর্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাকে কোনো সাহায্য করেনি। যখন তিনি অভিযোগ নথিভুক্ত করার চেষ্টা করেন তখন তাকে বলা হয়েছিল যে, এই বিষয়টিকে গুরুত্ব না দিতে। কারণ, তিনি ইতোমধ্যে ‘নিরাপদভাবে বাড়িতে পৌঁছে গিয়েছেন।’
পরবর্তীতে যেন এ রকম ঘটনা ঘটলে দুষ্কৃতিদের গাড়ির নম্বর নোট করে রাখার পরামর্শ দিয়েছিল দিল্লি পুলিশ। পরে এই স্টোরির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যার জন্য দিল্লি পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।
তারপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। খোঁজ শুরু হয় দুই অভিযুক্তের। সাঁচি নিজে ছবি শেয়ার করায় চিনতে খুব একটা সমস্যা হয়নি। দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।