আর্কাইভ থেকে দেশজুড়ে

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পুলিশের দায়ের করা মামলায় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও আঞ্চলিক ব্যান্ড চাতক এর ভোকালিস্ট শাহরিয়ার শামস কেনেডিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহরিয়ার শামস কেনেডি লালন ঘরনার ব্যান্ড চাতক এর প্রধান ভোকালিস্ট, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং নরসিংদী সদরের সাবেক এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদ এসহাকের পুত্র। 

জানা যায়, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেয়ার দাবিতে সমাবেশ ছিলো নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে। সেখানে বিকেল চারটার দিকে পুলিশ কার্যালয়ের আশেপাশে ঘেরাও করে। তখন গেট বের হলেই পুলিশ আটক করে বলে দাবী করছিলেন বিএনপি নেতারা। অন্যদিকে, এই অবরুদ্ধের বিষয়টি শুরু থেকেই করে অস্বীকার করে আসছিলো পুলিশ।

পরদিন, ২৩ নভেম্বর বিকেলে বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, শাহরিয়ার শামস কেনেডিসহ ৭২ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামী করে পুলিশী কাজে বাধা সৃষ্টি, ইটপাটকেল ছুড়ে পুলিশকে আক্রমন এবং অটো ভাঙচুরের অভিযোগ এনে মামলা করে। 

মামলার এজহার অনুসারে, সোমবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা নরসিংদী সদরের চিনিশপুর এলাকায় রাস্তা বন্ধ করে দলীয় অনুষ্ঠান করছিলো। পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে এবং ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় ইটের আঘাতে আবু সাইদ ও সবুজ মিয়া নামে দুজন পুলিশ সদস্য আহত হয়। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় ।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, রাত আটটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তোলা হবে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন