মশা বেশি কামড়ায় কাকে, কী সেই কারণ
গবেষণায় দেখা গেছে অন্যদের থেকে কেউ কেউ বেশি মশার কামড় খান। তার পেছনে রয়েছে শারীরিক কারণ। কী সেই কারণ জানেন।
কেউ কেউ অন্যদের তুলনায় বেশি মশার কামড় খান। মশার কি আপনাকে ভালো লাগে? লাগতেই পারে, কারণ মশার এমন বেশ কিছু পছন্দ রয়েছে। জেনে নিন সেই কারণগুলি।
১. পোশাকের রঙ দেখেও আকর্ষণ বোধ করে মশা। পোশাকের রঙ গাঢ় হলে মশা বেশি ছেঁকে ধরে। ফলে পরের বার থেকে পোশাক পরার সময় সেদিকেও খেয়াল রাখুন।
২. কার্বন ডাই অক্সাইড ছাড়ার সময়ে মশা আপনাকে চিনতে পারে। এই গ্যাসটিকে বেশ ভালো চেনে মশা। ফলে কামড়াতে ছুটে আসে।
৩. গায়ের গন্ধ শুঁকেও ছুটে আসে মশা। আপনার গায়ের গন্ধ তার ভালো লাগলে মশা বেশি আকৃষ্ট হবেই। এমনটাই জানা গেছে সাম্প্রতিক সমীক্ষায়।
৪. একটি বিশেষ রক্তের গ্রুপ বেশ পছন্দ মশাদের। সেই রক্তের গ্রুপের মানুষদের থেকে বেশি রক্ত খায় মশা। জানা গেছে ও গ্রুপের মানুষরাই নাকি মশাদের বেশি প্রিয়।
৫. মদ খেতে ভালোবাসেন? এই কারণেই মশার কামড় খেতে পারেন আপনি। কারণ মশাদের বেশ প্রিয় মদের গন্ধ। বোধহয় নেশা করতে ভালোবাসে মশা।