পুকুরে ডুবে প্রাণ গেলো ২ শিশুর
জামালপুরের ইসলামপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাউকে না বলে পুকুরে গোসল করতে যায়।শিশু সীমান্ত ও মিনাল। গরমে গোসল করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু হয় ওই শিশুদের।
সোমবার (৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার সিরাজাবাদ খানপাড়া এলাকার ইব্রাহিম খলিলের ছেলে সীমান্ত (৭) ও শুক্কুর আলীর ছেলে মিনাল (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সীমান্ত ও মিনাল পরিবারের সদস্যদের কাউকে না বলে পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
উপজেলার পলাবান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার (কমল) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, গরমের মধ্যে দুইজন গোসল করতে গিয়েছিল। গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।