গাজীপুর যাচ্ছেন সিইসি
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১০ মে) ভোটের এলাকায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সঙ্গে যাবেন নির্বাচন কমিশনার মো. আলমগীরও।
বুধবার সব প্রার্থী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সভা করবেন নির্বাচন কমিশন প্রধান। সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ওইদিন বেলা ১১টায় স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রার্থীদের সঙ্গে এবং বিকেল সাড়ে তিনটায় একই স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানকে ইসিতে তলব, মন্ত্রীদের আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ, বৈধতা না পাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের গুম হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ, আচরণ বিধি প্রতিপালনে দলটির সাধারণ সম্পাদককে নির্বাচন কমিশনের চিঠি, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদকে ইসির অনুরোধ, আজমত উল্লা খানের দুঃখ প্রকাশ ইত্যাদি ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন গাজীপুর সিটি নির্বাচন।
সোমবার (৮ মে) ছিল এই সিটির নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার (৯ মে) প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।