আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা ‘ওমিক্রন’ : সমাবেশ সীমিতসহ ৪ সুপারিশ জাতীয় কমিটির

দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দেখা দিয়েছে, সেব দেশগুলোতে আসা-যাওয়া নিষিদ্ধিসহ চারটি সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এছাড়াও দেশে সভা-সমাবেশ সীমিত করার সুপারিশ করা হয়েছে।

আজ রোববার (২৮ নভেম্বর) কমিটির ৪৮তম সভায় আলোচনা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অপর সুপারিশগুলো হচ্ছে- বিনামূল্যে করোনা টেস্ট করা। যাতে কোভিড-১৯ এর পরীক্ষায় জনগণ উৎসাহিত হয়।

গত ১৪ দিনে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দেখা দিয়েছে, এমন দেশ ভ্রমণকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হলে তাকে আইসোলেশনে রাখার সুপারিশ করা হয়েছে।

সভায় বলা হয়, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে ঘোষণা করেছে।

এদিকে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সারা দেশের বিমান, সমুদ্র ও স্থলবন্দরসহ সব পোর্ট অফ এন্ট্রিতে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে সবাইকে নিয়মিত মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়াসহ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

আজ রোববার (২৮ নভেম্বর) দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব কথা জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন