আর্কাইভ থেকে ক্রিকেট

লিটলের বলে গোল্ডেন ডাকে ফিরলেন লিটন

জশ লিটল ও লিটন দাস, দুজনই এ সিরিজে ফিরেছেন আইপিএল থেকে। সেই লিটলের মুখোমুখি হয়ে প্রথম বলেই গোল্ডেন ডাকে ফিরলেন লিটন।

ফুললেংথের ইনসুইংগিং ইয়র্কারের কোনো জবাব ছিল না লিটনের। বল স্বাভাবিকভাবেই আগে বুটে লেগেছে তাঁর। আম্পায়ারও সাথে সাথেই এলবিডব্লুর সিদ্ধান্ত জানিয়ে দেন।

তামিমের সাথে কথা বলে রিভিউ নেওয়ারও প্রয়োজন করেননি লিটন। করলে সেটি কাজেও আসতো না,  বল ট্র্যাকিং এ তা স্পষ্ট হয়।

এর আগে মঙ্গলবার (৯ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।

 

এ সম্পর্কিত আরও পড়ুন