আমিরাতে বীমা বাধ্যতামূলক
কর্মসংস্থানের অনিচ্ছাকৃত ক্ষতি তথা ‘বেকারত্ব বিমা’ প্রকল্প চালু করেছে আমিরাত সরকার। এ বছরের ১ জানুয়ারি থেকে দেশটির সরকারি-বেসরকারি খাতে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসী কর্মচারী, কর্মকর্তাদের জন্য বীমাটি বাধ্যতামূলক করা হয়েছে।
প্রবাসী কর্মীদের ভিসা লাইসেন্স বা কোম্পানিতে অর্থাৎ যাদের মাসিক বেতন ব্যাংকে আসে তাদের এ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। যাদের ঘরের কিংবা ফার্মের ভিসা, ইনভেস্ট অথবা পার্টনার (লাইসেন্সের মালিক) তারা এ ইন্স্যুরেন্সের আওতাভুক্ত নয়।
বীমা মাসিক, ত্রৈমাসিক, ৬ মাস, এক বছর অথবা ভিসার মেয়াদ অনুযায়ী সম্পূর্ণ দুই বছরের জন্য একসঙ্গে করা যাবে। আগামী ৩০ জুনের মধ্যে এ বিমা নিবন্ধন করতে হবে, অন্যথায় বাধ্যতামূলক ৪০০ দিরহামের জরিমানা ও ভিসা নবায়নে জটিলতায় পড়তে হবে। বীমা ছাড়া ভিসা নবায়ন করা যাবে না। বীমা সম্পূর্ণ নিজ উদ্যোগে করতে হবে।