আর্কাইভ থেকে দেশজুড়ে

নরসিংদীতে মসজিদে ভোট গ্রহণ, ফেসবুকে সমালোচনা

নরসিংদীতে এক মসজিদের ভেতরে ভোটকেন্দ্র তৈরী করে ভোটগ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। 

রোববার (২৮ নভেম্বর)  ঘটনাটি ঘটেছে নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে । 

স্খানীয় সূত্রে জানা যায়,  হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দাপাড়া ফুরকানিয়া মাদ্রাসার পাশে একটি জামে মসজিদে ভোট গ্রহণের জন্য দুটি ভোট প্রদান বুথ নির্মাণ করেছে নির্বাচন কমিশন। এরপর, সকাল আটটা থেকে শুরু হয়ে এখানে ভোটগ্রহন চলে বিকেল চারটা পর্যন্ত। এদিকে,  রবিবার বিকেল থেকে মসজিদের ভেতরে ভোট গ্রহনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন,  আমরা একটি মাদ্রসাকে ভোট কেন্দ্র করেছিলাম। তবে স্থান সংকলনের স্বল্পতায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মসজিদের বারান্দায় ভোট বুথ তৈরী করে ভোট গ্রহন নিয়েছে বলে জেনেছি ।

মসজিদে ভোট কেন্দ্র করার বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিডাইজিং অফিসার আলতাফ হোসেন বলেন, আমি এখন ব্যাস্ত আছি, পরে কথা বলবো। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো: মেছবাহ উদ্দিন  বলেন , মসজিদ মন্দিরে কোনো প্রকার ভোটকেন্দ্র হতে পারেনা।  নির্বাচনী ব্যাবস্থায়ও এটি করার সুযোগ নেই। 

এ সম্পর্কিত আরও পড়ুন