আগামী মৌসুমে সৌদির ক্লাবে খেলবেন মেসি: এএফপি
‘বিশাল অঙ্কের চুক্তি’তে লিওনেল মেসি আগামী মৌসুমে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন। এ চুক্তির জন্য জড়িত এক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএফপি।
তবে সেই সূত্র কোনো ক্লাবের নাম জানায়নি। অর্থাৎ সৌদি আরবে মেসি আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন,তা এখনো জানা যায়নি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে জানিয়েছে, ‘মেসির চুক্তি হয়ে গেছে। আগামী মৌসুমে সে সৌদি আরবে খেলবে।’
এদিকে গত মাসে ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিল,সৌদি আরবের ক্লাব আল–হিলাল মেসিকে কিনতে বছরে ৪০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে।
এএফপি আরও জানিয়েছে এ বিষয়ে সংবাদ সংস্থাটি পিএসজির সঙ্গে যোগাযোগ করেছিল। মেসির বর্তামান ক্লাবটি থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি আছে আর্জেন্টাইন তারকার।
পিএসজির অন্য এক সূত্রের উদ্ধৃতি প্রকাশ করেছে এএফপি। সেই সূত্র জানিয়েছে,‘ক্লাব যদি তাঁর চুক্তি নবায়ন করতে চাইত,তাহলে এত দিনে সেটা হয়ে যেত।’
এএফপির দেওয়া তথ্য শেষ পর্যন্ত সঠিক হলে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুজনের আবারও দেখা যাবে একই লিগে। তবে এ তথ্য কতোটুকু সঠিক সেটিই দেখার বিষয়।