আর্কাইভ থেকে ফুটবল

শুরুতে এগিয়ে গিয়েও বার্নাব্যুতে ম্যাচ হারলো রিয়াল

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধটা ছিল ম্যানচেস্টার সিটির দখলেই। ইংলিশ লিগের দলটির একের পর এক শটের তালিকায় প্রথমার্ধে মাদ্রিদের অন টার্গেটে শট ছিল একটি।

আর সেটিই ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক শট সবাইকে অবাক করে দিয়ে পৌঁছে যায় জালে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলটির জন্য অবশ্য কামাভিঙ্গাকে বড় একটা কৃতিত্ব দিতেই হয়। বাঁ পাশ ধরে দুর্দান্ত গতিতে বলটা নিয়ে আসেন এই ফ্রান্স ।

রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে ভিনির উল্লাস

তবে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

বের্নাবেউয়ে এগিয়ে গিয়েও সিটিকে হারাতে পারল না রিয়াল

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে একক নৈপুণ্যে গোলে সমতা টানেন ডি ব্রুইনা। দূর থেকে নিচু জোরাল শটে বল জালে পাঠান বেলজিয়ান মিডফিল্ডার।

 

এ সম্পর্কিত আরও পড়ুন