যেসব লক্ষণে বুঝবেন কিডনিতে সমস্যা
কিডনি বিকল হয়ে যাচ্ছে ধীরে ধীরে অথচ আপনি বুঝতেও পারছেন না রোজকার জীবনযাপনে কয়েকটি লক্ষণ দেখলে কিডনির সেই সমস্যার ধরা পড়ে।
ঘনঘন প্রস্রাব: ঘনঘন প্রস্রাব কিডনি সমস্যার একটি বড় লক্ষণ। কিডনি ঠিকমতো কাজ না করলে প্রস্রাবের হার বেড়ে যায়। ফলে ঠিকমতো একবারে প্রস্রাব নির্গত হয় না। তাই ঘনঘন প্রস্রাবের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
বমি বমি ভাব: কিডনি বিকল হয়ে গেলে শরীর থেকে সমস্ত টক্সিন বা ক্ষতিকর পদার্থ মূত্রের সঙ্গে বেরোয় না। কিডনির সমস্যার ফলে শরীরেই সেই ক্ষতিকর পদার্থগুলি জমতে থাকে। তা থেকে বমি বমি ভাব দেখা দিতে পারে।
আচমকা ওজন কমে যাওয়া: আচমকা ওজন কমে যাওয়া কিডনি বিকল হওয়ার আরেকটি বড় লক্ষণ। কিডনি যখন ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, তখন শরীরের ওজনও একই হারে কমতে শুরু থাকে। এমন লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।
পায়ের ফোলা ভাব: কিডনির সমস্যা থেকে আরেকটি সমস্যা তৈরি হয়। তা হল পা ফুলে যাওয়া, এতে শরীরে সোডিয়াম জমতে শুরু করে। ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। তাই পা ফুলে গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।