ঢাকায় মরিশাসের রাষ্ট্রপতি
চারদিনের রাষ্ট্রীয় সফরে মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন ঢাকায় পৌঁছেছেন আজ। মরিশাস থেকে এটাই প্রথম রাষ্ট্রপতি পর্যায়ের বাংলাদেশ সফর।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
পৃথ্বীরাজ সিং রূপণ ঢাকায় অনুষ্ঠেয় ‘৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স ২০২৩’–এর পাশাপাশি দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দেবেন। তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ মরিশাস সফররত প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মরিশাসের প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।এ ছাড়া তাঁর ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে। সফরকালে তিনি টেক্সটাইল শিল্পও পরিদর্শন করবেন।
এ ছাড়া সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন।