আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পাকিস্তানে এখনো বন্ধ টুইটার, ফেসবুক, ইউটিউব

পাকিস্তান রাজনৈতিক সংঘাতে জর্জরিত। একারণে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইউটিউব এখনো বন্ধ আছে।

শনিবার (১৩ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন যে সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালুর বিষয়ে তারা এখনো কোনো নির্দেশনা পায়নি।

গেলো ৯ মে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তারের পর দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে লাহোর, রাওয়ালপিন্ডি ও পেশওয়ারে সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালায়।

সংঘাত বন্ধে সরকার দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সার্ভিসের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে।

সেসময় সরকার টুইটার, ফেসবুক, ইউটিউব ও ইনস্ট্রাগ্রাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানে মাত্র ৩ দিন ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির তথ্যপ্রযুক্তি খাতে অন্তত ১০ বিলিয়ন রুপি ও টেলিকম খাতে অন্তত আড়াই বিলিয়ন রুপি ক্ষতি হয়েছে।

টেলিকম শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এতে আরও জানানো হয় যে, এ ঘটনায় সরকার প্রায় ৮৬০ মিলিয়ন রুপি কর থেকে বঞ্চিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন