আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপির আন্দোলনের ডাক আসে টেমস নদীর ওপার থেকে : কাদের

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে দণ্ডিত ব্যক্তি তারেক রহমানের নির্দেশে। বিএনপির আন্দোলনের ডাক আসে টেমস নদীর ওপার থেকে। যিনি আন্দোলনের নির্দেশ দেন তিনি পলাতক ও দণ্ডিত আসামি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৩ মে) রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দণ্ডিত ব্যক্তির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে উল্লেখ করে আওয়মী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘অনলাইনে দণ্ডিত ব্যক্তি বক্তৃতা করতে পারবেন না, অথচ তারেক রহমান দিনের পর দিন অনলাইনে বক্তব্য দিচ্ছেন। বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ সময় বিএনপির রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে কাদের বলেন, ‘তারেকের আসল লোক আমীর খসরু, মির্জা ফখরুল নয়।’

সভায় মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিট থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মীরা।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আযম উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে ঢাকা উত্তরের প্রতিটি সংসদীয় আসনের এমপিরা যোগ দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন