আর্কাইভ থেকে বিএনপি

দাবি আদায়ে রাজপথে লড়াইয়ের ঘোষণা ফখরুলের

১০ দফা দাবি আদায়ে রাজপথে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে আরও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৩ মে) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি জেএসডি সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা আ স ম আব্দুর রবের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি তাদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এ সব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে রাজপথে বিএনপির আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। জোট ও শরিকদলগুলোকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। দীর্ঘ দুই মাস পর ১০ দফা দাবি আদায়ে আবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ করছে তারা। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা এরইমধ্যে উপস্থিত হন সমাবেশস্থলে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন