আর্কাইভ থেকে ক্রিকেট

নির্ধারিত ওভারের আগেই অলআউট বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারের আগেই অলআউট হয়েছে বাংলাদেশ। ৪৮.৫ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছে ২৭৪ রান।

রোববার ইংল্যান্ডের চেমসফোর্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। শুরুতে ব্যাট করতে নেমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া রনি তালুকদারের সঙ্গে তামিম ইকবালের শুরুটা খুব একটা ভালো হয়নি।

১৪ বল খেলে ৪ রান করে রনি আউট হওয়ার পর ক্রিজে থিথু হয়েও টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ৩২ বলে ৩৫ রান করে ফিরে যান গত ম্যাচের সেঞ্চুরিয়ান। নাজমুলের উইকেটের পর ক্রিজে আসা লিটন দাস ফেরেন ৩৫ রানেই।

এরপর তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে ৯ মাস পর হাফ সেঞ্চুরির দেখা পান তামিম ইকবাল। তবে ১৩ রানে হৃদয় ফিরে গেলে ৮২ বলে ৬৯ রানে ফেরেন তামিও। শেষ দিকে এসে মেহেদী মিরাজের ৩৭ আর মুশফিকুর রহিমের ৪৫ রানের পর কেউ টিকতে পারেননি ক্রিজে।

শেষ পর্যন্ত ৪৮.৫ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। আইরিশদের হয়ে মার্ক এডেয়ার নেন ৪ উইকেট।

এ সম্পর্কিত আরও পড়ুন