আর্কাইভ থেকে বাংলাদেশ

খালেদা জিয়ার অবস্থা ‘ক্রিটিক্যাল’ : ড. জাফরুল্লাহ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘ক্রিটিক্যাল’। কখন কি হয় বলা যায় না, আমরা কেউ জানি না। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশের কাউন্সিলে এসব কথা বলেন তিনি।

ড. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর কার দিকে চোখ দেন, সেজন্য একজন বিচারপতিও কথা বলছেন না। আপনারা খালেদা জিয়াকে জামিন দিতে পারেন। কিন্তু তাকে জামিনটা দিচ্ছেন না। আমি তো মামলা তুলে নেয়া কথা বলছি না।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আমি কোনও কথা বলছি না। আজ তারেকের উচিত হবে- প্রতিটি রাজনৈতিক দলকে ফোন করে বলা, আমাকে পছন্দ করেন আর না করেন, মায়ের জন্য সবাই দোয়া করেন। আমার মায়ের প্রাণ বাঁচান আপনারা। সঙ্গে আরও একশত বুদ্ধিজীবীকেও ফোন করে বলবেন, আপনারা সব সময় সোচ্চার হন।

ড. জাফরুল্লাহ বলেন, এই সরকারের আরেকটা বিচার হবে। দুর্নীতির মামলার বিচার হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন