আর্কাইভ থেকে এশিয়া

গ্রেপ্তারির আশঙ্কা নিয়ে ফের আদালতে যাবেন ইমরান খান

আদালতে হাজিরা দিতে পারেন ইমরান খান। এমনটাই দাবি করেছেন তার (পিটিআই) দলের এক শীর্ষ নেতা। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে। তার মধ্যেই ছয়টি মামলায় আগাম জামিনের আবেদন করতেই সোমবার (১৫ মে) আদালতের দ্বারস্থ হবেন তিনি।

গেলো মঙ্গলবার ইমরানের গ্রেপ্তারির পর থেকেই অশান্ত হয়ে ওঠে পাকিস্তান। প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেপ্তারির প্রতিবাদে দেশের নানা প্রান্তে বিক্ষোভ শুরু করেন পিটিআই কর্মীরা। তারপরেই পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ইমরানের গ্রেপ্তারির আইনি ভিত্তি নেই। পরের দিন ইমরানকে জামিনে মুক্তি দেয় ইসলামাবাদ হাই কোর্ট। অবশেষে জেল থেকে মুক্ত হন তিনি।

ইমরানকে মুক্তি দেয়ার কারণে পাকিস্তানের বিচারবিভাগকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমনকি তিনি দাবি করেন, পিটিআইয়ের হয়েই কাজ করছে পাক সুপ্রিম কোর্ট।

ইমরানের গ্রেপ্তারি বেআইনি ঘোষণা হতেই সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সাফ জানিয়ে দেন, খুব তাড়াতাড়িই আবারও গ্রেপ্তার করা হতে পারে ইমরানকে। জানা যায়, জামিন পেলেও ইসলামাবাদ ছেড়ে লাহোরের বাসভবনে ফিরতে চাননি পিটিআই প্রধান। তার আশঙ্কা ছিল, খানিক্ষণের মধ্যেই ফের গ্রেপ্তার হতে পারেন। যদিও শনিবার লাহোর ফিরে গিয়েছেন ইমরান। সেখানেই সোমবার লাহোর হাই কোর্টে হাজিরা দেবেন তিনি।

ইতিমধ্যেই জমি দুর্নীতি মামলায় (২৩ মে) পর্যন্ত জামিন পেয়েছন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তবে আরও ১২০টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তার মধ্যেই ৬টি মামলায় গ্রেপ্তার হতে পারেন বলে ইমরানের আশঙ্কা। সেই জন্যই আগাম জামিনের আবেদন করতে চলেছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন