বিশ্বকাপের জন্য দল ভাবনা জানালেন তামিম
আয়াল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ৫ রানের শ্বাসরুদ্ধ জয় নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে অনেক বড় একটা ঘাটতি দেখা গেছে টাইগারদের। শেষদিকে ২১ বলে ১৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অলআউট হয় বাংলাদেশ। দক্ষ ফিনিশারের অভাবে ৩০০ কাছাকাছি গিয়েও স্কোর বড় করতে পারেনি তামিম ইকবালের দল।
সিরিজ জয়ের পরেও ম্যাচ ফিনিশারের প্রসঙ্গ উঠে এসেছে। আর সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট থাকার কারণে এ চিন্তা আরও বাড়িয়েছে। আগামী ভারত বিশ্বকাপে ম্যাচ ফিনিশার হিসেবে কাকে দেখা যাবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও উঠে এলো বিষয়টি। জবাবে কিছুটা ঘুরিয়েই উত্তরটা দিতে চাইলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, “আসলে এখন যারা আছে, এই দলকে আমি বলতে পারব না যে এটাই বিশ্বকাপের দল হবে। এখানে এক বা দুটি জায়গা আছে, যেটা নিয়ে আমরা এখনও ভাবছি; কে ভালো হতে পারে। এখানে আফিফ আছে; ইয়াসির আছে যে অনেক দুর্ভাগা একটি ম্যাচও খেলতে পারল না। এখানে রিয়াদও আছেন। এখান থেকে যে সেরা পছন্দ হতে পারে, তাকেই আমরা পছন্দ করব। এটা যেই হোক না কেন।”
টাইগদের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, “অবশ্যই, রিয়াদ ভাইয়ের অভিজ্ঞতা আছে। আফিফের যা আছে, বাংলাদেশের অনেক ক্রিকেটারের তা নেই। আমি তার ব্যাটিং উপভোগ করি। একই কথা ইয়াসিরের ক্ষেত্রেও প্রযোজ্য। এখান থেকে যারা দলের জন্য ভালো হবে, আমরা তাদেরকেই নেব।”
এশিয়া কাপের প্রসঙ্গে তামিম বলেন , এটা নিয়ে এত আলোচনা হয়, আমার দিকেও আমি এমন নয় যে আমি ঠিক করে রেখেছি, আমি ওকে নিব না, ওকে নিব। দলের জন্য যে পারফর্ম করবে, সেই দলে থাকবে। এশিয়া কাপ আসলেই বুঝে যাবেন, কারা বিশ্বকাপে যাচ্ছে।