ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এসেক্স ক্রিকেট ও আয়ারল্যান্ড বোর্ড
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে। টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ড।
রোববার (১৪ মে) সদ্য শেষ হওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে নিলামের মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য সংস্থা দুইটি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালকে দুটি ব্যাট উপহার দিয়েছে।
এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ডের খেলোয়াড়দের অটোগ্রাফসহ ব্যাট দুইটি নিলামে তুলে অর্থ সংগ্রহের জন্য বাংলাদেশের অধিনায়কের হাতে তুলে দেন এসেক্স ক্লাবের প্রধান নির্বাহী জন স্টেফেনসন ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিস।