আর্কাইভ থেকে জাতীয়

রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই: প্রধানমন্ত্রী

আমরা রিজার্ভ নিয়ে বলতে বলতে সবার মাথায় এটা ঢুকে গেছে। রিজার্ভ নিয়ে দেশে তেমন কোনো সংকট নেই। রিজার্ভ নিয়ে কোনো চিন্তা নেই। ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে রিজার্ভ ছিল শূন্য দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এখন সেটা ৩১ বিলিয়ন ডলার। ফলে এ দুশ্চিন্তার কোনো কারণ নেই।  বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সম্মেলন হয়।

শেখ হাসিনা বলেন, আমরা একখণ্ড জমিও অনাবাদি রাখব না। সব পতিত জমিতে চাষাবাদ করব। নিজেদের উৎপাদিত ফসল দিয়ে নিজেরা চলব। অন্যের ওপর নির্ভর করব না।

তিনি বলেন, যেসব দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে, সেসব দেশের কাছ থেকে কিছু কিনব না আমরা। বিশ্বজুড়ে খাদ্য সংকট চলছে। উন্নত দেশেও খাবারের সমস্যা দেখা দিয়েছে।

জনসাধারণের উদ্দেশে সরকার প্রধান বলেন, একটির বেশি টমেটো বা ছয়টির বেশি ডিম কিনবেন না। রোজায় কোনো হাহাকার শোনা যায়নি। কেউ ভিক্ষা চায়নি। সবাই ইফতারের জন্য এগিয়ে এসেছে।

শেখ হাসিনা বলেন, কেউ নিষেধাজ্ঞার ভয় দেখাবে,আর আমরা সেটা নিয়ে কী বসে থাকব? অনেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। তবে আসল কথা হলো, দেশের মানুষই নিজেদের বিরুদ্ধে বদনাম করছে।

উল্লেখ্য, গেলো (২৫ এপ্রিল) জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের মধ্যে আটটি চুক্তি হয়। ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্রে যান তিনি। যেখানে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা।

এ সম্পর্কিত আরও পড়ুন