আর্কাইভ থেকে বাংলাদেশ

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১৫

মাদারীপুরে ইউপি নির্বাচনী সহিংসতায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইউনিয়নের মৃধারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গেল ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মৌসুমী সুলতানা বিজয়ী হন। আর পরাজিত হন গেন্দু কাজী। 
এই জেরে শুক্রবার রাতে মৃধারমোড় এলাকায় গেন্দু কাজীর সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায় মৌসুমী সুলতানার কর্মী ও সমর্থকরা।

এমন খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় বেশ কয়েকটি ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। 

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতাল ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মনিরুজ্জামান পাভেল জানিয়েছেন, রাতে মারামারি করে বেশ কয়েকজন রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন