৭ম শ্রেণির ছাত্রীর সঙ্গে ৯ম শ্রেণির ছাত্রের বিয়ে
দেশে যখন বাল্য বিবাহ রোধ নিয়ে সচেতনা বৃদ্ধির কথা চলছে, তখন সিরাজগঞ্জে ঘটে গেলো এক অবাক করা কাণ্ড। ৭ম শ্রেণির ছাত্রী ও ৯ম শ্রেণির এক ছাত্রের বিয়ের ঘটনা ঘটলো। সদর উপজেলার মেছড়া ইউনিয়নের খাসবালিয়া মেন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ মে) সকালে মেছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বাল্য বিবাহের বিষয়টি নিশ্চিত করেন।
মেছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ ও তার বড় ভাই সাবেক ইউপি সদস্য সোহরাওয়ার্দী ভূঁইয়া এই দুই না বালক-বালিকার বিয়ে দেন। এতে বাল্যবিয়ে নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
সম্প্রতি পাত্রী স্থানীয় রুপসা হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী খাসবালিয়া মেন্দা গ্রামের রফিকুল মিস্ত্রির কন্যা রোজিনা খাতুন ও পাত্র একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে তুহিন তুষার।
তিনি জানান, তার ওয়ার্ডে বাল্য বিয়ে দেয়া হচ্ছে শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে বিয়ে না দেয়ার নিষেধ করেন কিন্তু তার কোনো কথা না শুনে চেয়ারম্যান ও তার ভাই সোহরাওয়ার্দী জোরপূর্বক কাজী ডেকে এনে বিয়ে তাদের বিয়ে দেয়।
তবে স্থানীয় সূত্র জানায়, বেশকিছু দিন ধরে তুষার ও রোজিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। সেই সুবাদে গেলো ২৭ এপ্রিল প্রেমিক তুষার রোজিনাকে তার নানার বাড়ি থেকে ওঠিয়ে নিয়ে আসে। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ও তার বড় ভাই সোহরাওয়ার্দীসহ এলাকার মাতব্বরা মিলে গভীর রাতে গোপনে কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করে। পরদিন সকালে বাল্যবিয়ের বিষয়টি নিয়ে এলাকার প্রচার হয়।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য সোহরাওয়ার্দী জানান, ঘটনার সময় আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তুষারের পরিবার। ছেলের পরিবারের মাধ্যমে কাজী আব্দুর রহমানকে ডেকে এনে কাবিন ও মাওলানা আলামিনকে দিয়ে বিয়ে পড়ানো হয়। এসময় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, স্থানীয় স্কুলের শিক্ষক আবুল হোসেন, মিঠু, পলাশসহ ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, মেয়ের পরিবার বাল্য বিয়ে দিতে অস্বীকার করায় জোরপূর্বক সোহরাওয়ার্দীসহ স্থানীয় মাতব্বরা বিয়ে দিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছে তারা।
খোঁজখবর নিতে ওই এলাকায় তিনি পুলিশ পাঠাবেন। ঘটনাটি ইউএনও স্যারকে অবগত করার জন্য বলেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকেতা রাব্বি জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন।