মেসির বদলি হিসেবে পিএসজির নজর যার দিকে
পিএসজির সঙ্গে চলতি বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। এখনো ক্লাবটির সঙ্গে নতুন কোন চুক্তিতে না যাওয়ায় মেসির পিএসজি অধ্যায় শেষ হওয়ার সম্ভাবনাই প্রবল। ইউরোপীয় সংবাদমাধ্যম গুলোও বলছে, লিওনেল মেসির পিএসজি অধ্যায় এই মৌসুমেই শেষ হতে চলেছে।
গেল দুই মৌসুমে আর্জেন্টাইন স্টার ফরাসি ক্লাবটির প্রকল্পের বড় অংশ ছিলেন। তিনি না থাকলে স্বাভাবিকভাবেই অন্য কোনো অভিজ্ঞ ফুটবলারের দিকে নজর দেবে পিএসজি। মেসির বিকল্প হিসেবে কাতার মালিকানাধীন ক্লাবটি ম্যানচেস্টার সিটির তারকা বের্নার্দো সিলভার দিকে হাত বাড়াচ্ছে বলে খবর শোনা যাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও স্পোর্ত জানিয়েছে, পিএসজি পরবর্তী মৌসুমে সিলভাকে মেসির বদলি হিসেবে দলে ভেড়াতে চায়। সিলভাকে পেতে নেইমারকেও ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফরাসি চ্যাম্পিয়নরা।
এমনকি বিনিময় চুক্তিতেও নাকি যেতে পারে পিএসজি। মানে নেইমারকে দিয়ে সিলভাকে নিয়ে আসবে প্যারিসিয়ান দলটিতে। গোল ডট কমও জানিয়েছে, সিলভাই আগামী মৌসুমে পিএসজির প্রধান টার্গেট।
ছয় মৌসুম ধরে ইংলিশ ক্লাবটিতে খেলা পর্তুগিজ মিডফিল্ডার সিলভার অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা আগে বেশ কয়েকবার জানিয়েছেন। গত মৌসুমেও সিলভার পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছিল।