বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেলো ছাত্রের
ঝালকাঠির নলছিটিতে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মো. তাসিন খলিফা (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার সরমহল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি।
তাসিন সরমহল ফয়েজিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্র এবং সরমহল গ্রামের মো. শাহ আলি খলিফার ছেলে।
তাসিনের ফুফা মো. সরোয়ার হোসেন জানান, বুধবার সকালে তাসিন মাদ্রাসায় পরীক্ষা শেষে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে বিদ্যুতের তার ছিঁড়ে তার গায়ে পড়ে বিদ্যুৎর্স্পশ হয়। তার মা ছিটকে পড়ায় প্রাণে রক্ষা পান। স্বজনরা দ্রুত তাসিনকে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।