চ্যাম্পিয়নস লিগে ইত্তিহাদে পাঁচ বছর হারে না ম্যানসিটি
নিজেদের ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ভয়ঙ্কর এক দলের নাম ম্যানচেস্টার সিটি। পাঁচ বছর ইউরোপ সেরার লড়াইয়ে ঘরের মাঠে হারে না তারা। সর্বশেষ সিটিজেনরা ঘরের মাঠে হেরেছিল ২০১৮ সালে। লিঁও’র বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল ইংলিশ লিগের দলটি।
এই পরিসংখ্যান যে আজ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আরও বেশি কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে ম্যানসিটি।
এছাড়াও চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ইত্তিহাদ স্টেডিয়ামে ১৫ ম্যাচে জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল। বায়ার্ন মিউনিখ, লিভারপুল, আর্সেনাল, আরবি লাইপজিগ তাদের মাঠে এসে হার নিতে বাধ্য হয়েছে।
সবশেষ গেল বছরে ডিসেম্বরে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এভারটনের বিপক্ষে জিততে পারেনি সিটিজেনরা। এর বাইরে পেপের দলের বিপক্ষে সুবিধা করতে পারেনি কেউ।
ওই হারের পর এখন পর্যন্ত ৫৩ হাজার ৪০০ দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে ২৫ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছে ম্যানসিটি। প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, পিএসজি বা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো শক্ত প্রতিপক্ষ ছিল। তবুও ব্লুজদের মাটিতে নামাতে পারেনি কেউ। অবশ্য দু’বার ড্র করেছে।
ওই ২৫ ম্যাচে ম্যানসিটির জয়ের হার ৯২ শতাংশ। সেই সাথে ২৫ ম্যাচ গোল সংখ্যা ৮১টি। গোল হজম করেছে মাত্র ১৮টি। এর মধ্যে আরবি লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলের জয়, স্পোর্টিং সিপির বিপক্ষে আছে ৫-০ গোলের জয়।
তবে ইতিহাদে অসাধারণ ওই পারফরম্যান্সের পরও ম্যানসিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলতে পারেনি। তাঁর কারণ অবশ্য অ্যাওয়ে ম্যাচে হার অথবা ফাইনালে। এবার দলটির ফাইনালে যাওয়ার ও শিরোপা জেতার সম্ভাবনা আছে। তবে ভাঙতে হবে মাদ্রিদ দুর্গ।