সম্ভবত এটাই আমার শেষ টুইট : ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে পাকিস্তানে ফের একবার চাঞ্চল্য। ইমরান এক টুইটে জানিয়েছেন, তার বাড়ি সদ্য ঘিরে ফেলতে শুরু করেছে পুলিশ। সম্ভবত আরও এক গ্রেপ্তারির আশঙ্কা। তিনি তার টুইটে লিখেছেন, ‘সম্ভবত এটাই আমার শেষ টুইট’।
এদিকে, সদ্য ইসলামাবাদ হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারির ক্ষেত্রে রক্ষাকবচের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়িয়েছিল। কোর্ট জানিয়েছে, ৯ মের পর ইমরানের বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল, তাতে তাকে গ্রেপ্তার করা যাবে না ৩১ মে পর্যন্ত।
এদিকে, পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’ এর খবর অনুযায়ী, পাকিস্তান তেহরিক এ ইনসাফ পার্টির প্রধান তথা সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। আচমকাই বাড়ি ‘কর্ডনড অফ’ হচ্ছে দেখেই টুইট করেন ইমরান।
পাকিস্তানে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পঞ্জাব পুলিশ পৌঁছেছে ইমরান খানের বাড়ি। নিজের টুইটে গ্রেফতারির আশঙ্কার কথা জানিয়েছেন ইমরান। এদিকে, সদ্য গত সপ্তাহে ইমরান খানকে আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়। তবে সেই মামলায় আইএইচসির একটি বেঞ্চ তার ২ সপ্তাহের জন্য জামিনের আবেদন মঞ্জুর করে। এর আগে, পাকিস্তানর পঞ্জাব প্রভিন্সিয়াল সরকারের তরফে আমীর মীর বলেন, ইমরান খানের কাছে ২৪ ঘণ্টা রয়েছে, তার মধ্যে তাঁর বাড়িতে থাকা ৪০ জন সন্দেহভাজনকে হস্তান্তর করে দিতে হবে। ওই ৪০ জন ইমরানের বাড়িতে লুকিয়ে আছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে ইমরানের গ্রেফতারির পরই চরম চাঞ্চল্য ছড়ায় পাকিস্তান জুড়ে। পিটিআইয়ের তরফে আসে তুমুল ক্ষোভ। যদিও আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবি পেয়েছেন জামিন। ২৩ মে পর্যন্ত বুশরার জামিন মঞ্জুর হয়েছে।
Probably my last tweet before my next arrest .
Police has surrounded my house.https://t.co/jsGck6uFRj
— Imran Khan (@ImranKhanPTI) May 17, 2023