আর্কাইভ থেকে বাংলাদেশ

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে কোটবাড়ি রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে হাতির মালিককে ঘটনার পর খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় একটি জুতা কারখানার মালিক মাহাবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, দুপুরে কারখানার কাজ শেষে বাসায় যাচ্ছিলাম। এ সময় ঢাকা থেকে একটি ট্রেন আসছিল। সে সময় রেল লাইনের পাশে দুটি হাতি রাখা ছিল। একটি হাতিকে ধাক্কা দেয় ট্রেনটি। ঘটনাস্থল থেকে তিনি জানতে পেরেছেন, একজন মাহুত হাতি দুটিকে বিশ্রামের জন্য সেখানে রেখেছিলেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আকবর আলী জানান, দুর্ঘটনার পর মাহুত অন্য হাতিটি নিয়ে পালিয়ে যায়। মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস হাতিটিকে ধাক্কা দেয়। পরে প্রাণটিকে একটি ক্রেন দিয়ে সরিয়ে নেয়া হলে ট্রেনটি ওই এলাকা ছেড়ে যায়। হাতিটি কেন রেললাইনের পাশে ছিল তা জানাতে পারেননি তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন