আর্কাইভ থেকে বিনোদন

কোন কোন বলিউড তারকা হাঁটবেন কানের রেড কার্পেটে

এ বছর বহু বলিউড তারকা কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করতে চলেছেন। যার মধ্যে অন্যতম মানুষী চিল্লার।

মানুষী চিল্লার

তার নেটের শির গাউন সকলের চোখ টেনেছে ইতিমধ্যে।

এ বছর কানে ডেবিউ করবেন অনুষ্কা শর্মাও। কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এ অভিনেত্রী।

আনুষ্কা শর্মা

বলিউডের কনিষ্ঠ তারকাদের মধ্যে সারা আলি খান প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন।

সারা আলি খান

অভিনেত্রী এশা গুপ্তাকেও কানে দেখা গিয়েছে। তারও পোশাক ছিল দেখার মতো। প্রথমদিনই তিনি রেড কার্পেটে হাঁটেন।

এশা গুপ্তা

সীতা রমন ছবি খ্যাত ম্রুণাল ঠাকুরকে এই প্রথমবার কানে দেখা যাবে।

ম্রুণাল ঠাকুর

কান ২০২৩-এর রেড কার্পেটে প্রথমবার হাঁটতে দেখা যাবে অদিতি রাও হায়দারিকে।

অদিতি রাও হায়দারি

প্রায় একদশক পর কানে ফিরতে চলেছেন ডার্লিং অভিনেতা বিজয় বর্মা। ২০১৩ সালে মনসুন স্যুটআউট সিনেমার জন্য তাকে কানে দেখা গিয়েছি।

বিজয় বর্মা

অনুরাগ কাশ্যপের পরবর্তী ছবি কেনেডি-এর গোটা টিমকে দেখা যাবে কান-এ। এই ছবি এখানে প্রদর্শিত হবে বলেও জানা গিয়েছে। অর্থাৎ সানি লিওনিও কানে যাচ্ছেন।

অনুরাগ কাশ্যপ,সানি লিওনি

আয়ুষ্মান খুরানার অনেক ছবির অভিনেত্রী অ্যান্ডিয়া কেভিচুসা এ বছর প্রথমবার কানে ডেবিউ করবেন।

অ্যান্ডিয়া কেভিচুসা

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডলি সিং-কেও দেখা যাবে কানের রেড কার্পেটে হাঁটতে।

ডলি সিং

 

এ সম্পর্কিত আরও পড়ুন