আর্কাইভ থেকে দুর্ঘটনা

গ্যাস লিকেজ থেকে আগুন, ২ শিশুসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে দুই শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে আড়াইহাজার উপজেলার কুমারপাড়া গ্রামের একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. সোলায়মান হোসেন (৪৪), তার স্ত্রী রীমা আক্তার (৩০), দুই সন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) ও মাহমুদুল হাসান আরশ (৫)।

দগ্ধ রিমা আক্তার জানান, ভোরে তার স্বামী সোলায়মান ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা। ঘুম থেকে উঠে গোসল করার জন্য রান্নাঘরে যান পানি গরম করতে। দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই একটি বিকট শব্দে সারাঘরে আগুন লেগে যায়।
 
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানায়, দগ্ধ সোলায়মানের ৯৫ শতাংশ, রিমার ১৫ শতাংশ, মাহিদের ১৬ শতাংশ এবং আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। সোলায়মানের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে পাঠানো হবে। বাকিদের অবজারভেশনে চিকিৎসা চলছে।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন