কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় প্রকাশ্যে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হত্যার শিকার হন ওই ব্যক্তি।
শুক্রবার (১৯ মে) দুপুরে আদর্শ সদর উপজেলার আলেখাচর এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন নিহত এনামুল হক (৩৫)। তিনি আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ থেকে এনামুল বের হলে জামায়াত-শিবির কর্মী কাজী জহিরুল ইসলামের নেতৃত্ব তার ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদ মিলে এনামুলকে টেনেহিঁচড়ে মসজিদের সামনে শুইয়ে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ফেলেন।
তারা আরও জানান, মুমূর্ষু অবস্থায় এনামুলকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, চিকিসাধীন অবস্থায় এনামুল মারা যান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল জানান, আওয়ামী লীগ নেতা এনামুলের সঙ্গে জামায়াত নেতা কাজী জহির ও তার অনুসারীদের রাজনৈতিক বিরোধের পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণ পাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ মাদ্রাসার সেক্রেটারি ছিলেন এনামুল।