২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি! ডি মারিয়া কি করবেন?
ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা, ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা এবং সবশেষ দীর্ঘ অপেক্ষার অবসানে বিশ্বকাপ। লিওনেল মেসির হাতের এই তিন শিরোপা জয়ে নির্দিষ্ট ছিল একটি বিষয়। তিনটি ম্যাচের ফাইনালেই গোল করেছেন আনহেল দি মারিয়া।
২০২১ সালের কোপা আমেরিকায় মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে মাটিতে নামানোর একমাত্র কারিগর এই দি মারিয়াই। লা ফিনালিসিমায় ইতালিকে ৩–০ গোলে হারানোর পথেও করেছিলেন গোল। আর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এবং তাঁর আগে প্রথম গোলের পেনাল্টিও আদায় করেছিলেন তিনিই।
কিন্তু আর্জেন্টিনার এই তিনটি শিরোপা জয়ে যার এতো বড় অবদান, তিনি নিজের প্রাপ্য কতো টুকু পান?
দি মারিয়ার সাবেক ক্লাব সতীর্থ আলভারো মোরাতা মনে করেন এই আর্জেন্টাইন অবহেলিত একজন। মোরাতা বলেন, গত ১০ বছরে সবচেয়ে কম মূল্যায়িত হওয়া খেলোয়াড় মারিয়া । সম্প্রতি ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এই স্প্যানিশ ফরোয়ার্ড।
আসলেই কি! তাহলে একটু ২০২০ সালে ফিরে যাওয়া যাক। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ৩০ সদস্যের জন্য দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। সেখানে জায়গা হয়নি দি মারিয়ার। আর্জেন্টাইন রেডিও কন্টিনেন্টালকে তখন ডি মারিয়ে ক্ষোভ ফেটে গিয়ে বলেছিলেন বয়সের বিবেচনায় যদি আমাকে বাদ দেওয়া হয়, তাহলে লিওনেল মেসিকে দল থেকে বাদ দেওয়া উচিৎ।
কারণ সেই মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন দি মারিয়া। শুধু মাত্র বয়স বিবেচনায় তার জায়গা হয়নি দলে।
এদিকে ২০২২ বিশ্বকাপ উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের এই আনন্দের রেশ কাটতে না কাটতেই উন্মোচন করা হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনের ২০২৬ বিশ্বকাপের লোগো। একই দিনে এই বিশ্বকাপে মেসি খেলবেন কিনা সেই ভাবনার কথা জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।
তিনি জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপেও দেখতে চান মেসিকে।
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ে লিওনেল মেসি যে অবদান টুকু রেখেছেন তা অসামান্য এবং তিনি যে হাজারো আর্জেন্টাইনের স্বপ্নের নায়ক তা নিয়ে কোন সন্দেহ নেই।
কিন্তু দি মারিয়া নামের একটা নায়ক কি আড়ালেই থেকে যাচ্ছেন!