আর্কাইভ থেকে জাতীয়

দুই দিন পর দেখা মিলল সূর্যের

গত দুই দিনে ঢাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীতে টানা ১২ ঘণ্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ডিসেম্বরে একদিনে বৃষ্টিপাতের গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। আগের দিন রোববার (৫ ডিসেম্বর) হয়েছিল ৪২ মিলিমিটার বৃষ্টি।

টানা বৃষ্টিপাতের কারণে আড়ালে পড়ে যায় সূর্য। মুখ ভার করা আকাশ যেন দুপুরেই সন্ধ্যা নামিয়ে দেয়। পথ চলতে হেডলাইট জ্বালাতে হয় যানবাহনের।

অন্যদিকে গত দুই দিনের বৃষ্টিপাতের কারণে গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি মঙ্গলবার সকালেও কমেনি। আজও সড়কে গণপরিবহন কম দেখা গেছে। সে সঙ্গে কোনো কোনো এলাকায় তৈরি হয়েছে যানজট। তাতে 'নিত্যকার' ভোগন্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন