আর্কাইভ থেকে ক্রিকেট

ফের কোয়াবের নেতৃত্বে দুর্জয়-দেবব্রত

দেশের ক্রিকেটারদের বৃহৎ সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) ফের নেতৃত্বে এসেছেন নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল। সভাপতি হিসেবে দুর্জয় এবং সাধারণ সম্পাদক দেবব্রত আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৪ সাল থেকে একই পদে বহাল রয়েছেন এই দুজন।

আজ  শনিবার (২০ মে) সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় শুরু হয় কোয়াবের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন। কোয়াবের এজিএমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সভায় বিসিবি পরিচালক তানভীর আহমেদ সভাপতি হিসেবে দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে দেবব্রতের নাম প্রস্তাব করেন। তখন উপস্থিত কাউন্সিলদের অধিকাংশই তার প্রস্তাবে হাত তুলে সমর্থন জানান।

এদিন মিরপুরে ক্রিকেটারদের যেন এক মিলনমেলায় পরিণত হয়। দেশের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ১ হাজার ক্রিকেটার অনুষ্ঠানে আসেন। তবে চার বছর আগে সাকিব আল হাসানের নেতৃত্বে যে ক্রিকেটাররা এই কমিটির পদত্যাগ ও নির্বাচনের দাবি তুলেছিলেন, আজকের কাউন্সিলে তারা কেউই উপস্থিত ছিলেন না।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন