সবাই ভাবে আমি খুব রাগী,আসলে আমি মিশুক: পাপন
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে বোর্ড প্রধানের দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন বিসিবির এই সভাপতি।
শনিবার (২০ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
যেখানে বক্তব্য দিতে গিয়ে ব্যক্তিগত প্রসঙ্গ টেনে পাপন বলেন, 'আমি আপনাদেরকে একটা কথা জানাই। আমি অনেক কিছুর সঙ্গে জড়িত, আপনারা সবাই সেটা জানেন। ক্রিকেটই আমার সব সময় নিয়ে নিচ্ছে। এত সময় দেওয়াটা কিন্তু খুব কঠিন। আমার (পরিবারের) সবাই এখন অভিযোগ করতে শুরু করেছে, পরিবার থেকে তো একটা ধৈর্যের সীমা আছে। এখন তো আর সেই কথাই বলে না বলতে গেলে।'
ক্রিকেট নিয়ে নিজের ব্যস্ততা থাকার কথা জানিয়ে বিসিবি বস আরও বলেন, 'কোনো একটা অনুষ্ঠান হলে যদি জিজ্ঞেস করে পাপন ভাই যাবে তো? আমার স্ত্রী সরাসরি বলে দেয়, আমি জানি না। ওকে ছাড়াই চিন্তা করেন। এ হলো অবস্থা আমার। ক্রিকেট অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। এ সমস্ত জায়গায় অনেক সময়ও দিতে হয়। এ রকম একটা সংগঠন চালাতে গেলে সময় না দিলে খুব কঠিন।'