মেক্সিকোতে বন্দুক হামলা, নিহত ১০
মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।
রোববার (২১ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং চলাকালীন সময় বন্দুকধারীরা একটি ভ্যান থেকে বেরিয়ে এলোপাথারি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।
এদিকে, হামলার খবর পেয়ে মিউনিসিপ্যাল ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গেলো ১৬ এপ্রিল দেশটির কর্টাজার শহরে একটি পার্কে বন্দুক হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।