আর্কাইভ থেকে জাতীয়

গাছ রক্ষা কমিটির নগর ভবন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোডে গণহারে গাছ কাটার প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে বঙ্গবাজার সংলগ্ন এনেক্সকো টাওয়ার এলাকায় অবস্থান নিয়েছেন সাতমসজিদ সড়কের গাছ রক্ষা আন্দোলনের সদস্যরা।

রোববার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে মিছিল নিয়ে নগর ভবন অভিমুখে যাত্রা শুরু করে সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন। দুপুর পৌনে ১২টায় তাদের মিছিলটি এনেক্সকো টাওয়ার এলাকায় গেলে পুলিশ তাদের গতিরোধ করে। পরে সেখানেই সড়কের একাংশে তারা অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের এ অবস্থান চলতে দেখা যায়।

শনিবার (২০ মে) বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠের সামনের চত্বরে ‘গাছের জন্য নগর ভবন ঘেরাও’ শীর্ষক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়কারী আমিরুল রাজিব। এ সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো– ধানমন্ডি সাতমসজিদ সড়কসহ ঢাকার পাবলিক পরিসরে উন্নয়নের নামে যখন-তখন গাছ কাটা বন্ধ করতে হবে। কাটা গাছের স্থানে বৈচিত্র্যময় দেশীয় প্রজাতির গাছের চারা লাগাতে হবে। জনগণের করের টাকায় লাগানো গাছ কেটে নতুন প্রকল্প গ্রহণের নামে বাণিজ্য বন্ধ করতে হবে এবং নগর উন্নয়নে প্রকৃতিভিত্তিক পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বৃক্ষ ও নগরবান্ধব নীতিমালা গ্রহণ করতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন